যে ভুলটি আমরা সচরাচর করে থাকি তা হলো পায়ুপথে যে কোনো সমস্যা হলেই তাকে পাইল্স্ রোগ হয়েছে বলে মনে করে থাকি। তাই আমাদের জানা উচিৎ পায়ুপথে পাইল্স্ ছাড়াও কি কি রোগ হয়ে থাকে।
যে রোগগুলি পায়ুপথে ও কোলনে সচরাচর হয়ে থাকে:
১. পাইল্স্/অর্শ-গেজ (Haemorrhoid)
২. অ্যানাল ফিসার (Anal Fissure)
৩. ফিস্টোলা (Fistula)
৪. অ্যানাল পলিপ (Anal Polyp)
৫. রেক্টাল পলিপ (Rectal Polyp)
৬. পেরিনিয়াল সাইনাস (Perineal Sinus)
৭. পেরিনিয়াল থ্রম্বোসিস (Perineal Thrombosis)
৮. পায়ুপথের মুখে ঘাঁ (Infection in Anus)
৯. অ্যানাল স্টেনোসিস (Anal Stenosis)
১০. পায়ুপথের পাশে ফোঁড়া (Perineal Abscess)
১১. রেক্টাল ফিসার (Rectal Fissure)
১২. রেক্টাল টিউমার (Rectal Tumour)
১৩. রেক্টাল ক্যান্সার (Rectal Cancer)
১৪. সেন্টিনেল পাইল্স্ (Sentinel Piles)
১৫. পায়ুপথে চুলকানি (Itching in the Anus/Allergy)
১৬. কোলন ক্যান্সার (Colon Cancer)
১৭. আলসারেটিভ কোলাইটিস (Ulcerative Colitis)
১৮. পুরাতন আমাশয় (Chronic Dysentry)
১৯. আই বি এস (Irritable Bowel Syndrome)
২০. টিউমার ইন কোলন (Tumour in Colon)
তাই পাইল্স্ রোগের চিকিৎসা নেয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই পাইল্স্ রোগ সম্পর্কে নিশ্চিত হয়ে চিকিৎসা নেয়া উচিৎ। অন্যথায় রোগ বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, রোগের ধরন পরিবর্তন হয়ে যে কোনো ধরনের বিপর্যয় হতে পারে।